মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 12:38 PM

Picture of the author

অনেক দিন পর পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে শাটলারদের আগমনে সাজ সাজ রব। দিনকয়েক ধরে এমন উৎসবমুখর চিত্র। আজ শনিবার ছিল ৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে আকর্ষণীয় এককের লড়াই। সেখানে ছেলেদের এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে।


 বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন। 


হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলছেন, ‘চোটের জন্য এক মাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান ভাই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’


    জনপ্রিয়

    সর্বশেষ