Logo
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

কুয়ালালামপুরে প্রথমবারের মতো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 8:34 AM

Picture of the author

বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্যোক্তা ও প্রবাসী কমিউনিটির অর্জনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এক অনন্য প্রয়াস হিসেবে মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’।


আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মহোৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।

এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি বহুমাত্রিক উৎসব, যেখানে বাংলাদেশি পণ্য, উদ্ভাবন, সংস্কৃতি এবং প্রবাসীদের কৃতিত্ব একসঙ্গে তুলে ধরা হবে। উৎসবের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তিমত্তা আন্তর্জাতিকভাবে তুলে ধরা এবং মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান সুদৃঢ় করা।

মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতি—রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, তৈরি পোশাক শিল্প, টেলিকম, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, হস্তশিল্প ও প্রযুক্তি উদ্ভাবন। থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ কনসার্ট ও ফ্যাশন শো, যেখানে অংশ নেবেন বাংলাদেশ ও মালয়েশিয়ার শিল্পীরা। উৎসবে আরও থাকবে ‘টেস্ট অব বাংলাদেশ’ নামের একটি বিশেষ ফুড কর্নার, যেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও স্ট্রিট ফুড।

এই উৎসব শিক্ষার্থী ও তরুণদের জন্যও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ‘এডুকেশন ও ট্যালেন্ট হাব’-এ থাকবে স্কলারশিপ, ক্যারিয়ার গাইডলাইন ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে দিকনির্দেশনা। পাশাপাশি তরুণ উদ্যোক্তারা তাঁদের স্টার্টআপ প্রজেক্ট আন্তর্জাতিক বিনিয়োগকারী ও মিডিয়ার সামনে উপস্থাপন করবেন।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও উৎসবে থাকবে ‘ওয়ার্কার ইনফরমেশন ও সাপোর্ট সেন্টার’, যেখানে চাকরি, অধিকার, স্বাস্থ্যসেবা, রেমিট্যান্স ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও উদ্যোক্তা ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে।

এই বৃহৎ আয়োজনের পেছনে রয়েছে মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি সংগঠন Malaysia Bangladesh Forum Association (MBFA)। ২০১৪ সালে প্রতিষ্ঠিত MBFA মালয়েশিয়ার Ministry of Home Affairs-এর অধীন Registrar of Societies (ROS)-এ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্বীকৃত প্রবাসী সংগঠন। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার সরকারি সংস্থা ও আন্তর্জাতিক কমিউনিটির ঘনিষ্ঠ সমন্বয়ে তারা নানা কর্মসূচির আয়োজন করে, যেখানে অংশ নেন কূটনীতিক, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও পেশাজীবীরা।

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পরিচিতি ও মর্যাদা আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কেবল একটি উন্নয়নশীল দেশ নয়, বরং বৈচিত্র্যপূর্ণ সৃজনশীলতা, সংস্কৃতি ও সম্ভাবনার দেশ—এই বার্তাই পৌঁছে যাবে বিশ্বদর্শকের কাছে।


    জনপ্রিয়

    সর্বশেষ