খেলা
24 Bangladesh
৯ জুলাই, ২০২৫ | 11:21 AM
ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে হ্যারি ব্রুকের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। স্বদেশি জো রুটের প্রায় সাত মাসের রাজত্বের অবসান ঘটিয়ে আবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। একই ম্যাচে রানের জোয়ার বইয়ে ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিল।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন ব্রুক। রুট নেমে গেছেন দুইয়ে, ব্রুকের চেয়ে তিনি পিছিয়ে আছেন ১৮ পয়েন্টে।
গত বছরের ডিসেম্বরে রুটকে সরিয়েই প্রথমবার শীর্ষে উঠেছিলেন ব্রুক। তবে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন রুট।
এজবাস্টন টেস্টে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে হারানো সিংহাসন ফিরে পেলেন ২৬ বছর বয়সী ব্রুক। ম্যাচটিতে ভালো করতে পারেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান রুট (২২ ও ৬)।
ওই ম্যাচ ৩৩৬ রানে জিতে ভারতের সিরিজে সমতা ফেরানোর নায়ক গিল র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন। তার আগের সেরা অবস্থান ছিল গত বছরের সেপ্টেম্বরে ১৪তম। ভারতের নতুন অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেন ২৩ নম্বরে থেকে।
হেডিংলিতে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রানের ইনিংস খেলেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার তিনি। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে। এছাড়া আরও অনেক কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
গিলের মতো প্রথমবার শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন জেমি স্মিথও। এজবাস্টনে অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলা ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়ে ঠিক দশ নম্বরে আছেন।
টেস্ট নেতৃত্বের অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডময় ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডারও।