বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

পরিবেশবান্ধব পর্যটন গড়তে সচেতনতামূলক ক্যাম্পেইন

Picture of the author

24 Bangladesh

১২ জুলাই, ২০২৫ | 5:26 AM

Picture of the author

পর্যটনে প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব পর্যটনের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক পরিবেশ ক্যাম্পেইন — ‘প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ: পরিবেশবান্ধব পর্যটন’ অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি এই অনুষ্ঠান এবং ক্যাম্পেইনের একটি বিশেষ উদ্যোগ হিসেবে সাদা পাথরে প্লাস্টিক ফেলার জন্য একটি স্থায়ী কাঠামোর প্রাথমিক উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এখানে একটি স্থায়ী প্লাস্টিক ডাম্পিং জোন তৈরি করা হবে। এই জোন থেকে প্লাস্টিক সংগ্রহ করে সরাসরি রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হবে।



উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘শুধু সাদা-পাথর নয়, সমগ্র দেশকে করতে হবে প্লাস্টিক দূষণমুক্ত। দেশের সকল শিক্ষার্থীরা যদি একইভাবে এগিয়ে আসে, তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব।’


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সামিউল আহসান তালুকদার, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সিকৃবি, ড. মো. মেহেদী হাসান খান, ডিন, ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিকৃবি, প্রফেসর মো. ওমর শরীফ, চেয়ারম্যান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সিকৃবি, বনানী দাস, বিভাগীয় সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট, আসিক এস জামান, পরিচালক, শেভরন বাংলাদেশ, ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সহযোগী অধ্যাপক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খন্দকার তুষারুজ্জামান, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার, শেভরন বাংলাদেশ, আবদুল কাদের, সিনিয়র অফিসার, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, স্মাইল প্রজেক্ট, সুইসকন্টাক্ট বাংলাদেশ, সোহেল রানা, রেজিলিয়েন্স অফিসার, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সিলেট।

এই আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।



আয়োজিত কার্যক্রমসমূহ

• স্থানীয় পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জ্য পরিষ্কার কার্যক্রম

• পরিবেশবান্ধব পর্যটন নিয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ

• বৃক্ষরোপণ কর্মসূচি

• প্লাস্টিক ডাম্পিং জোনের উদ্বোধন

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট। এছাড়াও সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল সেভরন বাংলাদেশে, ইয়ুথনেট গ্লোবালসহ আরও অনেক প্রতিষ্ঠান।


    জনপ্রিয়

    সর্বশেষ