লাইফস্টাইল
24 Bangladesh
১৪ আগস্ট, ২০২৫ | 7:10 AM
মেষ/এরিস (মার্চ ২১-এপ্রিল ২০): কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ রয়েছে। কর্ম ক্ষেত্রে উন্নতির খবর আসতে পারে। কিন্তু এই উন্নতির খবর সহকর্মীদের মধ্যে অনেকেই ভালোভাবে নেবে না। গুপ্ত চক্রান্ত যোগ স্পষ্ট। জাতিকারা গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। পারিবারিক মনোমালিন্য মিটে যাবে।
বৃষ/টরাস (এপ্রিল ২১-মে ২১): কর্মক্ষেত্রে কোনও রকম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিতর্ক, ঝগড়া সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। জাতিকারা নিকট আত্মীয়ের দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন।
মিথুন/জেমিনি (মে ২২-জুন ২১): হাজার চেষ্টা করলেও আজকের দিনে কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। রক্ত পাতের সম্ভাবনা আছে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সামান্য হলেও কমবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।
কর্কট/ক্যান্সার (জুন ২২-জুলাই ২৩): আজ নির্ভয় হয়ে নিজের মত প্রকাশ করলে বিশেষ ভাবে গুরুত্ব পাবেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেম যোগ বাধা। আজ নতুন ব্যবসা পরিকল্পনার জন্য অনুকূল। জাতিকাদের পরিবারে গুরুদায়িত্ব নিতে হতে পারে।
সিংহ/লিও (জুলাই ২৪-আগস্ট ২৩): কৃষি কাজ বা কৃষিজাত পণ্যের ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য আজ বিশেষ লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। প্রেম যোগ আছে। শিক্ষার্থীদের সফলতা পাওয়ার আশা আছে। জাতিকারা শুভ কাজে দেরি করবেন না। জাতিকাদের মাধ্যমে পরিবারে আনন্দ উৎসবের সূচনা হতে পারে।
কন্যা/ভার্গ (আগস্ট ২৪-সেপ্টেম্বর ২৩): আজ কনিষ্ঠ কোনও ব্যক্তির পরামর্শে আপনার উন্নতি হবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার উৎপত্তি হবে। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। নিকট বন্ধু আত্মীয়ের দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপটি নেওয়া কঠিন হলেও, নিতে দেরি করবেন না।
তুলা/লিব্রা (সেপ্টেম্বর ২৪ -অক্টোবর ২৩): প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিরা কাজ নিয়ে গোটা দিন অতিরিক্ত ব্যস্ত থাকবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার কাজের জন্য সমস্যা থেকে মুক্তি পাবে। যোগাযোগ বাড়বে। জাতিকাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়বে।
বৃশ্চিক/স্করপিও (অক্টোবর ২৪-নভেম্বর ২২): আজ অযাচিত আর্থিক লাভের সুযোগ আসতে পারে। তবে প্রেম নিয়ে জটিলতা বাড়বে। প্রিয়জনদের খবরে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। দাম্পত্যে মনোমালিন্যের সম্ভাবনা আছে।
ধনু/স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১): দিনের মধ্যভাগ থেকে সন্তানকে নিয়ে ব্যস্ততা শুরু হতে পারে। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন ব্যবসার সম্ভাবনা তৈরির যোগ আছে। মনের ভাব না লুকিয়ে স্পষ্ট কথা বলার ফলে, দিনটা কিছুটা অস্বস্তিকর হতে পারে। জাতিকারা নিকট আত্মীয়ের দ্বারা সমালোচনার শিকার হতে পারেন। জাতিকাদের মন কিছুটা অবসাদ গ্রস্ত থাকবে।
মকর/ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২-জানুয়ারি ২০): মা অথবা বাবার স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা চিন্তিত থাকবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। কর্মক্ষেত্রে দিনের মধ্যভাগে খুশির খবর আসতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখুন।
কুম্ভ/অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১-ফেব্রুয়ারি ১৯): নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ ও কার্যকারী যোগাযোগ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। দম্পতিরা পরস্পরের সাথে আলোচনা না করে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার সরলতার সুযোগ নিয়ে অন্যকেউ আপনাকে ভুল বোঝাতে পারে। আজ আত্মীয়ক্ষেত্রে সতর্ক থাকুন। এই বিষয়ে জাতিকারা বিশেষ সতর্ক থাকুন।
মীন/পিসেস (ফেব্রুয়ারি ২০-মার্চ ২০): দাম্পত্য সম্পর্কে গোপনীয়তাকে স্থান দেবেন না। মনে জমিয়ে রাখা কোন সত্যি কথা সরাসরি বলে ফেলুন। পরিবারের সাথে আলোচনা না করে আজ কোনও রকম সিদ্ধান্ত নেবেন না। জাতিকাদের নিকট আত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে। প্রেমের ক্ষেত্রে আসতে পারে আশাতীত কোনো পরিবর্তন।