Logo
শনিবার, ১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ / August 16, 2025
শনিবার, ১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ / August 16, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

নতুন নাটকের ইঙ্গিত দিলেন আইনা আসিফ

Picture of the author

24 Bangladesh

১৩ আগস্ট, ২০২৫ | 10:51 AM

Picture of the author

মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানি নাটকের জগতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আইনা আসিফ। তার অভিনীত নাটক ‘পারওয়ারিশ’ শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে মায়ার চরিত্রে তার অভিনয় এবং তার বিপরীতে সামার আব্বাস জাফরির সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে।


‘পারওয়ারিশ’ এরপর আইনা আসিফকে দেখা যাবে ‘হাম টিভি’র একটি দীর্ঘ ফরম্যাটের নাটকে। এই নাটকে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রফিক এবং অভিনেত্রী মালিকা কুইল।


বর্তমানে নাটকটির শুটিং চলছে পুরোদমে। এটি খুব শিগগিরই ‘টপ পাকিস্তানি ড্রামা’ চ্যানেলে ‘পারওয়ারিশ’ এর ইউটিউব স্লটে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আইনা আসিফ তার শুটিং সেট থেকে আহমেদ রফিকের সঙ্গে একটি মিরর সেলফি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।


ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘এর ঠিক আগে তুমুল ঝগড়া হয়ে গেলো।’ এই পোস্টটি তাদের নতুন নাটকের রসায়ন সম্পর্কে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। 


বর্তমানে সবার চোখ ‘পারওয়ারিশ’-এর ফাইনাল পর্বের দিকে। এরপরই সবার সামনে আসবে আইনা আসিফের নতুন বড় চরিত্রের ওপর থেকে পর্দা। দেখার বিষয়, এই নতুন নাটক দিয়ে তিনি ‘পারওয়ারিশ’-এর সাফল্যকে ছাপিয়ে যেতে পারবে কিনা।

    জনপ্রিয়

    সর্বশেষ