বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

১০ দিনের রিমান্ডে ক্যামব্রিয়ান স্কুলের খায়রুল বাসার

Picture of the author

24 Bangladesh

১৫ জুলাই, ২০২৫ | 11:03 AM

Picture of the author

মানিলন্ডারিং আইনের মামলায় ক্যামব্রিয়ান স্কুল এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর চেয়ারম্যান এমকে খায়রুল বাসারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।


মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (নিঃ) খালিদ সাইফুল্লাহ এই রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয় আসামি মোঃ খায়রুল বাশার বাহার (৫১) বিএসবি গ্লোবাল নেটওয়ার্কেরব স্বত্বাধিকারী। ১৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়। আসামিসহ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য পলাতক আসামিদের পারস্পারিক সহযোগিতায় ও যোগসাজশে সংঘবদ্ধ অপরাধ চক্রের ফাঁদে ফেলে "বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক” নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য পাঠানোর চটকদার বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে ৪৪৮ জন ভিকটিমের নিকট থেকে প্রতারণার মাধ্যমে সর্বমোট ৫৩ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ টাকা হাতিয়ে নিয়ে পারস্পরিক যোগসাজশে উক্ত অর্থ স্থানান্তর ও হস্তান্তর করার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অপরাধ করেছেন।


মামলাটির সম্পূর্ণ তদন্তকার্যক্রম শেষে ভুক্তভোগীর সংখ্যা ও অপরাধলব্ধ টাকার পরিমান কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা যাচ্ছে। তার বিরুদ্ধে ৫টির অধির মামলা রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামি গ্রেফতার, অপরাধলব্ধ অর্থের গন্তব্য জানা, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন ও অজ্ঞাতনামা আসামিদের সনাক্তকরণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে সকাল তাকে আদালতে আনা হবে এই খবরে সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা আদালতে সামনে হাজির হয়ে খায়রুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করে।



    জনপ্রিয়

    সর্বশেষ