Logo
বুধবার, ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 13, 2025
বুধবার, ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 13, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, রেলপথ অবরোধ

Picture of the author

24 Bangladesh

১৩ আগস্ট, ২০২৫ | 7:48 AM

Picture of the author

স্থাপিত হওয়ার পর দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।


আজ বুধবার সকাল ৯ থেকে রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এসময় পরিবেশের দোহাই দিয়ে ডিপিপি অনুমোদন না দেয়ায পরিবেশ উপদেস্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন তারা। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিনবঙ্গের সাথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। 


এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন দাবি জানান তারা। 


উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম জানান, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনে সমবেত হয়ে রেলপথ অবরোধ করেন। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। 


তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে এই অবরোধের সময়ের ওপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে।


রেল বিভাগ সূত্র জানায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।


উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের সময় রেলের নিরাপত্তায় স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।


উল্লেখ্য, রেলপথ অবরোধের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে ও ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


    জনপ্রিয়

    সর্বশেষ