বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

সিন্ডিকেটের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 1:49 PM

Picture of the author

কৃত্রিম সংকট দেখিয়ে অসাধু মিলার সিন্ডিকেট মিল পর্যায়ে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে পাইকারি বাজারে প্রভাব পড়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ৫-৭ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে চাল কিনতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস বাড়ছে

কৃত্রিম সংকট দেখিয়ে অসাধু মিলার সিন্ডিকেট মিল পর্যায়ে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে পাইকারি বাজারে প্রভাব পড়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ৫-৭ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে চাল কিনতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস বাড়ছে

খাদ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুন) তথ্যমতে, সরকারের গুদামে খাদ্যশস্যের মজুত আছে ১৭ লাখ ১০ হাজার ৩৩ টন। এর মধ্যে চাল আছে ১৩ লাখ ১৫ হাজার ৭৭৬ টন। ধান মজুত ২ লাখ ৭ হাজার ৯৮৩ টন। আর গম আছে ২ লাখ ৫৯ হাজার ৬৯ টন।

বুধবার নওগাঁ, দিনাজপুরসহ কয়েকটি স্থানে মিল পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, মিনিকেট ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩৮০০ টাকা, যা ২০ দিন আগেও ৩৫০০-৩৪৫০ টাকায় বিক্রি হয়েছে। নাজিরশাল ২৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২০০০, যা আগে ১৮০০ টাকা ছিল। বিআর২৮ জাতের চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৯০০ টাকা, যা ১৩ দিন আগেও ২৭০০ টাকা ছিল। এছাড়া মোটা জাতের চালের মধ্যে স্বর্ণা ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৭০০, যা ১৩ দিন আগে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রাজধানীর পাইকারি আড়তে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট বিক্রি হচ্ছে ৩৯০০ টাকা, যা ২০ দিন আগে বিক্রি হয়েছে ৩৬০০ টাকা। ২৫ কেজি বস্তার নাজিরশাইল বিক্রি হচ্ছে ২১৫০, যা আগে ১৯৫০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ৫০ কেজির বস্তা বিআর২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২৯৫০, যা ১৭ দিন আগেও ২৭৫০ টাকা ছিল। এছাড়া স্বর্ণা জাতের মোটা চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৭৫০, যা আগে ২৫৫০ টাকায় বিক্রি হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বোরো মৌসুমে চালের দাম কখনোই বাড়ার কথা না। চালের দাম বাড়লে সব শ্রেণির মানুষের সমস্যা হয়। এর মধ্যে সবচেয়ে কষ্টে থাকেন নিম্ন-আয়ের মানুষ। তাই চালের দাম নিয়ন্ত্রণে আনতে তদারকি জোরদার করতে হবে।




    জনপ্রিয়

    সর্বশেষ