জাতীয়
24 Bangladesh
১১ জুলাই, ২০২৫ | 7:29 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুশল বরণ চক্রবর্তী নামে এক শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে গত ৪ জুলাই। ওই ঘটনায় জড়িতদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহ-মুখপাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে পদোন্নতি পরীক্ষার সময় কিছু উশৃঙ্খল ছেলেরা তার পদোন্নতি বোর্ড বাতিলের জন্য তাকেসহ উপাচার্যকে ঘিরে ধরে মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে ও উপাচার্যকে লাঞ্ছিত করেছে, যা সভ্য সমাজে বিরল এবং অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে জোটের অন্যতম প্রতিনিধি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায়, জোটের ভারপ্রাপ্ত মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার, প্রদীপ কান্তি দে, পিযুষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএন/এনএফ