বিনোদন
24 Bangladesh
২১ জুন, ২০২৫ | 10:37 AM
দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
চঞ্চল মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছাত্র ও ফটো সাংবাদিক সাহাদাত পারভেজ।
দীর্ঘদিন যাবত কিডনি ও হার্টের নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আগে তিনি চারবার হার্ট অ্যাটাক করেছেন এবং গতকালও হার্ট অ্যাটাক করেছেন। এরপর ছিলেন লাইফ সাপোর্টে।