Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

দ্রুতই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু হবে: নৌপরিবহন উপদেষ্টা

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 1:15 PM

Picture of the author

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমোদন জরুরি।


তিনি বলেন, সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে, দ্রুতই এ বন্দরের কার্যক্রম শুরু হবে।


শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর-এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণ অপরিহার্য।


এই কার্যক্রমে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।


পরিদর্শন শেষে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল সরেজমিন ঘুরে দেখেন।


উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন তিন দিনের সরকারি সফরে আজ রাজশাহী পৌঁছেছেন।

সফরকালে তিনি রাজশাহীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।






    জনপ্রিয়

    সর্বশেষ