Logo
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

মনগড়া খবরে খেপলেন মৌ শিখা

Picture of the author

24 Bangladesh

২৯ জুলাই, ২০২৫ | 5:37 AM

Picture of the author

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন মৌ শিখা।


জানান, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই।


মৌ শিখার সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে যায়।


তার বর্তমান অবস্থায় দুঃখপ্রকাশ করেন অনুরাগী ও তারকা সহকর্মীরাও। বলতে গেলে শোবিজ অঙ্গনে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। তবে সেই আলোচনা এখন অভিনেত্রীর জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। অভিনেত্রীর অভিযোগ, তার সেই পোস্ট পুজি করে ভিউ ব্যবসায়ীরা মনগড়া ভিডিও, কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন।


এমন সব বিষয় উল্লেখ করে কনটেন্ট বানানো হচ্ছে যা একেবারেই অযৌক্তিক। তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন
সম্প্রতি নতুন এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘দৃষ্টি আকর্ষণের জন্য বলছি- আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আগের তুলনায় আমাদের কাজ কম হচ্ছে এই আফসোস নিয়ে। অথচ কিছু কিছু ইউটিউবার, ব্লগার আমার এই পোস্টটাকে নিজেদের মতো করে বিভিন্ন নাটক থেকে দুঃখী দুঃখী চেহারার ছবি নিয়ে নানানভাবে ভিডিও করে ছেড়ে দিচ্ছে! আমি কখনোই বলি নাই আমি বাসা ভাড়া দিতে পারছি না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাহলে এইসবের মানে কি?’ 

 

শিখা লিখেছেন, ‘এখানে বলা হয়েছে যে আমরা যারা রেগুলার কাজ করতাম তারা কাজ ছাড়া সময় কাটাতে কষ্ট হচ্ছে। তাই যেন একটু খেয়াল করা হয় যাতে আমরা আগের মত কাজ করতে পারি।


এইসব না বলে আমাদের স্ট্যাটাসকে নানাভাবে নিজেদের মতো করে তারা ব্যবসা করছে। এরকমভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যা খুবই বিরক্তিকর ও কষ্টদায়ক। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- এইসব ফাইজলামির একটা সীমা আছ
মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। শিখা মৌ অভিনীত সিনেমার তালিকাও ছোট নয়। ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘জমজ ভূতের গল্প’।ে।’



    জনপ্রিয়

    সর্বশেষ