বিনোদন
24 Bangladesh
২৬ জুলাই, ২০২৫ | 12:42 PM
আশির দশকে বলিউডে অভিনয়ের সফর শুরু। তিন বছর পরে ১৯৮৫ সালে কিরণ খেরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন অনুপম খের। কিরণের প্রথম পক্ষের সন্তান সিকান্দারের বয়স তখন চার বছর।
নিজেদের সংসারজীবনে আর কোনো সন্তান নেননি এই দম্পতি। কিন্তু নিজের সন্তান না থাকায় কি কোনও আক্ষেপ রয়ে গেছে অনুপমের?
এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, সৎ ছেলেকে নিয়ে অখুশি নন তিনি। কিন্তু নিজের একজন সন্তান থাকলে ভাত।
এবার সন্তান না থাকার কারণে আরও একটি বড় সিদ্ধান্তের কথা জানালেন অভিনেতা। যেখানে উঠে আসলো ব্যক্তিজীবনে তার কোনো সম্পত্তি না থাকা প্রসঙ্গ।
প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন অনুপম খের। অসংখ্য ছবিতে অভিনয় করছেন তিনি। কিন্তু লম্বা এই সময়েও নিজের জন্য একটি বাড়ি কেনেননি। কোনও স্থাবর সম্পত্তি নেই অভিনেতার।
অনুপম জানান, তিনি চান না তার অবর্তমানে সম্পত্তি ভাগভাগি নিয়ে কোনও কথা হোক বাড়িতে। এক্ষেত্রে অভিনেতা গৌতম বুদ্ধকে অনুপ্রেরণা হিসেবে দেখেন।
অনুপমের কথায়, ‘‘গৌতম বুদ্ধ তার সমস্ত ধন-সম্পদ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন। জীবন কাটানোর জন্য কিছু জিনিসের প্রয়োজন। যেমন, বাসস্থান, একটি গাড়ি এবং কাজ করার জন্য দু’এক জন মানুষ। কিন্তু সেই বাড়ি আপনি ভাড়া নিচ্ছেন না আপনিই মালিক— তা বিবেচ্য নয়। আমিও উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমি চাই আমার চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করুক। আমার একটি বড় বাড়ি থাকতে হবে, এমন মনে করি না।”
অনুপম বিশ্বাস করেন না, জীবনে সাফল্য এলেই রুপার তৈরি রুটি ও সোনার তৈরি খাবার খেতে হবে। কারণ তিনি জীবন অভিজ্ঞতায় বুঝেছেন, মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে কিছু বিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে মনোমালিন্য হয়।
এজন্য নাকি একটি ভয়ও তাড়া করে বেড়ায় অভিনেতাকে। কখনো সম্পত্তির লোভে সন্তান বাড়িছাড়া করবে না তো? কারণ আজকাল সমাজে প্রায়ই এমনটা দেখা যায়।
অনুপম বলেন, “আমি অনেক বয়স্ক মানুষ দেখেছি, কথা বলেছি। তাদের জীবন কাহিনি মর্মান্তিক। কারও ছেলে তাড়িয়ে দিয়েছে; কেউ নিজের সম্পত্তি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। আমার বাড়িতে এমন কোনও ঘটনা ঘটুক, এমনটা চাই না।”
লো হ