অর্থনীতি
24 Bangladesh
১ আগস্ট, ২০২৫ | 7:54 AM
রাজধানীর বাজারগুলোতে শীতের সবজি কমে যাওয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম। আর গত একমাসে টানা বেড়েই চলেছে মুরগির দাম। জানুয়ারির মাঝামাঝিতে বয়লার মুরগি ছিল ১২০ টাকা কেজি। আর এক মাসের ব্যবধানে তা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, গরু ও খাসির মাংসের দাম।
শুক্রবার রাজধানীর কাওরান বাজার, মিরপুর-১, কাজিপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গ দাম।
মিরপুর-১ ও কাওরান বাজারে বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় ১৪৫ টাকা থেকে ১৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আর বয়লারের পাশাপাশি বেড়েছে লাল লেয়ার মুরগির দাম। লাল লেয়ার মুরগি আগের সপ্তাহে বিক্রি হয় ১৯০ টাকা থেকে ২০০ টাকায়। তা এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকায়। অর্থাৎ দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আর আগের সপ্তাহের মতোই পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে।
েছে।