বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 10:34 AM

Picture of the author

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ৬৮০ কিলোমিটার দূরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের আয়োজনে ৫ ও ৬ জুলাই দুই দিনব্যাপী এই কনস্যুলার সেবা কার্যক্রমে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।

সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিলটন হোসেন, ইসকান্দার আলী, ফেরদৌস খান, রেকসানা রাখি, রিমা এলিজাবেথ রোজারিও ও আমানুর রহমান ইসলাম আজাদ।

স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমাদ তাজ। রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। সেবার সুযোগ নিতে তুলুজের আশপাশের শহর থেকেও প্রবাসী বাংলাদেশিরা সেখানে ছুটে আসেন।

মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা সরাসরি তাদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।

সেবার মধ্যে ছিল—পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর সদস্যপদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ নানা কনস্যুলার সেবা।

অনুষ্ঠানে দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ। তাঁরা সেবা গ্রহণকারী প্রবাসীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তুলুজ প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের কাছে দাবি জানান, বছরে অন্তত চারবার তুলুজে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনার জন্য।


    জনপ্রিয়

    সর্বশেষ