জবস
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 11:03 AM
চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯ মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।