বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

খুলনা থেকে ফরিদপুরের পথে এনসিপির নেতারা

Picture of the author

24 Bangladesh

১৭ জুলাই, ২০২৫ | 5:53 AM

Picture of the author

ফরিদপুরে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। আগের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টায়।


১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে গতকাল সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।


পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিপির নেতাদের গতকাল রাতে ফরিদপুর আসার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পর তাঁরা খুলনায় চলে যান। গতকাল রাতে তাঁরা সেখানে ছিলেন। আজ দুপুরে তাঁরা ফরিদপুরে পথসভায় যোগ দেবেন।

আজ সকালে এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, সকাল ৯ টা ৫০ মিনিটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব অনুকূল নয়। এই অবস্থায় ফরিদপুরে দুপুর সাড়ে বারোটার মধ্যে প্রোগ্রাম ধরা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে পথসভা শুরু করতে ১টা থেকে দেড়টা বেজে যেতে পারে।’


ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরি করা হয়েছে। ক্যামেরা নিয়ে গণমাধ্যমকর্মীরা ভিড় করছেন। বেশ কিছু পুলিশ সদস্য মঞ্চের আশপাশে আছেন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্যকে। এ ছাড়া সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা টহল দেবেন। আমরা প্রত্যাশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এনসিপির কর্মসূচি সম্পন্ন হবে।’



    জনপ্রিয়

    সর্বশেষ