বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

সকালের নাশতা কেন জরুরি

Picture of the author

24 Bangladesh

১ জুলাই, ২০২৫ | 12:12 PM

Picture of the author

সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলির মধ্যে একটি। সকালের নাশতা খেলে একাধিক উপায়ে শরীরের উপকার হয়। এটি কেবল ক্ষুধা মেটায় না, বিপাক শুরু করতে সাহায্য করে। একই সঙ্গে মাথাব্যথা, হজমের সমস্যা প্রতিরোধ করে। এ কারণে সকালের নাশতা না করা মোটেও ঠিক নয়। 

তবে, অনেকেই বিভিন্ন কারণে সকালের নাশতা এড়িয়ে চলেন। সময়ের অভাব, কখনও আবার রান্না করতে ইচ্ছে না করা, দেরী করে ঘুম থেকে ওঠা এরকম নানা কারণে এমনটা হতে পারে। যারা নিয়মিত সকালের নাশতা এড়িয়ে চলেন তাদের শরীরের কিছু সমস্যা দেখা দেয়। যেমন-


দুর্বল বিপাক

নাশতা বাদ দিলে আপনার বিপাক ক্রিয়া ধীর হয়ে যেতে পারে। সারারাত উপবাসের পর, শরীরের কার্যকারিতা শুরু করার জন্য শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আসে সকালের নাশতা থেকে। তা না হলে শরীর বিপাকীয় প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে।


ক্ষুধা এবং অতিরিক্ত খাওয়া

সকালের নাশতা এড়ালে দিনের শেষের দিকে প্রচণ্ড ক্ষুধা অনুভূত হয়। এর ফলে দুপুরে বা রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। উচ্চ চিনি এবং উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতিও আগ্রহ বাড়ে থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখে।


শক্তি এবং মনোযোগ

সকালের নাশতা থেকে যে গ্লুকোজ পাওয়া তা মস্তিষ্কের কার্যকারিতা এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয়। ঠিক সময়ে খাবার না পেলে মনোযোগের ঘাটতি দেখা দেয়।


মেজাজের পরিবর্তন

সকালের নাশতা এড়ালে বিরক্তি, উদ্বেগ বাড়তে কিংবা মেজাজ খারাপ হতে পারে।


রক্তে শর্করা নিয়ন্ত্রণ

যাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা আছে বা ডায়াবেটিসের ঝুঁকি আছে, সকালের নাশতা এড়ালে রক্তে শর্করার মাত্রা আরও খারাপ হতে পারে। নাশতা না করলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। 


 



    জনপ্রিয়

    সর্বশেষ