বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে সরে গেল তিনটি ট্যাংকার

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 1:05 PM

Picture of the author

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, এমন আশঙ্কার মধ্যে তিনটি তেল ও রাসায়নিক ট্যাংকার হরমুজ প্রণালি থেকে সরে গেছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, এমন আশঙ্কার মধ্যে তিনটি তেল ও রাসায়নিক ট্যাংকার হরমুজ প্রণালি থেকে সরে গেছে।



সোমবার (২৩ জুন) ‘মেরিন ট্রাফিক’ প্ল্যাটফর্ম এই তথ্য দিয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

মেরিন ট্রাফিকের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ম্যারি সি এবং পানামার পতাকাবাহী রেড রুবি ট্যাংকার দুটি হরমুজ প্রণালির দিকে যাত্রা করার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে নোঙর ফে

 

যুক্তরাজ্যের পতাকাবাহী কোহজান মারু ট্যাংকারটি ওমান উপসাগরে ওমানের জলসীমার কাছাকাছি চলে গেছে বলে ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে।

 

এদিকে, ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছে, যাতে হরমুজ প্রণালি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

ছে

 

 লে

    জনপ্রিয়

    সর্বশেষ