অর্থনীতি
24 Bangladesh
২৩ জুলাই, ২০২৫ | 11:42 AM
বেসরকারি সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে আলমগীর কবীর পদত্যাগ করেছেন। ২০ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করেছেন আলমগীর কবির। ব্যক্তিগত ও অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকের পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে টানা ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আলমগীর কবির। ব্যাংকের নীতিনির্ধারণী এই পদে থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্ষদে যুক্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।