মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

বিমান দুর্ঘটনায় শোক এনসিপি নেতাদের

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 12:48 PM

Picture of the author

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জুলাই পদযাত্রার সমাবেশ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়াও পরিচালনা করা হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা।


আজ সোমবার বেলা ৩টায় খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের উন্নয়নে বসবাসরত সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত। পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্য ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়নে ঘটাতে পারলে পাহাড়ি-বাঙালি সবাই লাভবান হবেন। এ সময় তিনি বহু ভাষা ও বহু সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান।


এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছর ধরে ডিজিটালের নামে ভাঁওতাবাজি করা হয়েছে। এখনো পর্যন্ত পাহাড়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় না। এখনো অনেক জায়গা আছে যেখানে নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছায়নি। আমার বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নাগরিক পার্টি বিভাজন নয় সম্প্রতির এক বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবাইকে বাঙালি হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশে আরও বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। সংখ্যায় তারা যত কমই হোক সবাইকে মাথায় রেখে কাজ করা হবে।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চান। এ সময় তিনি দ্রুত আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি বেলা আড়াইটার দিকে খাগড়াছড়ি এসে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহরের মহাজন পাড়া থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা সমন্বয়ক মনজিলা আক্তার ঝুমা।

সমাবেশ শেষে পরে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ