Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

মানবিক বিরতির মধ্যেই গাজায় ইসরায়লি হামলায় ৬৩ ফিলিস্তিনি নিহত

Picture of the author

24 Bangladesh

২৮ জুলাই, ২০২৫ | 6:07 AM

Picture of the author

ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে হামলা চালিয়ে আরও অন্তত ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হামলা ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু এলাকায় দিনে ১০ ঘণ্টা "মানবিক বিরতি" দেওয়ার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই।


রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখবে। এসব এলাকার মধ্যে রয়েছে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটি। এছাড়া, তারা সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাদ্য ও চিকিৎসা সরবরাহের জন্য বিশেষ করিডোর খোলারও ঘোষণা দেয়।

কিন্তু এই "মানবিক বিরতি" শুরুর প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলা আবারও শুরু হয়। আল জাজিরা জানায়, গাজা সিটিতে একটি বিমান হামলা হয়েছে, অথচ এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেখানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলেছিল। স্থানীয় ফিলিস্তিনিদের বরাত দিয়ে জানা গেছে, একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজায় এখন পর্যন্ত ৫৯,৮২১ জনেরও বেশি ফিলিস্তিলিকে হত্যা করেছে ইসরায়লী বাহিনী।

    জনপ্রিয়

    সর্বশেষ