Logo
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রতি সমর্থন কমে নেমেছে ৪০ শতাংশে

Picture of the author

24 Bangladesh

৩০ জুলাই, ২০২৫ | 6:45 AM

Picture of the author

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে জনগণের উদ্বেগই এই হ্রাসের মূল কারণ বলে জানিয়েছে এক জরিপ।

রয়টার্স/ইপসস-এর তিনদিনব্যাপী এই জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণ ক্রমেই তীব্র হচ্ছে। জরিপে অংশ নেয় এক হাজার জন প্রাপ্তবয়স্ক মার্কিনি।


জরিপ অনুযায়ী, রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে ৮৩ শতাংশ। অথচ ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৩ শতাংশ তার কাজকে সমর্থন করেছে। স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।


আগের জরিপে, ট্রাম্পের ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৪১ শতাংশ।

অর্থনীতি বিষয়ে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তুষ্ট ৩৮ শতাংশ অংশগ্রহণকারী, যা জুলাইয়ের মাঝামাঝি সময়ে ৩৫ শতাংশ ছিল। অভিবাসন বিষয়ে তার অনুমোদন হারও কিছুটা বেড়ে ৪৩ শতাংশে পৌঁছেছে, যা আগের জরিপে ছিল ৪১ শতাংশ।


বিশ্লেষকরা বলছেন, যদিও কিছু নীতিতে সমর্থন সামান্য বেড়েছে, তবুও সামগ্রিকভাবে ট্রাম্পের জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই ধরণের পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।






    জনপ্রিয়

    সর্বশেষ