Logo
সোমবার, ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 28, 2025
সোমবার, ১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 28, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ জন ৭ দিনের রিমান্ডে

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 11:21 AM

Picture of the author

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৪ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদারোববার (২৭ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিযমামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন৷

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আসামিদের দশ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন৷ তবে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলো।

শনিবার (২৬ জুলাই) চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিস্কার করা হয়েছেগত ১৭ জুলাই গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে কয়েকজন৷ সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী৷ তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। পরে শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন৷ শনিবার রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা৷ পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে৷





়াদ।


লত।

    জনপ্রিয়

    সর্বশেষ