Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 8:37 AM

Picture of the author

জিম্বাবুয়ের হারারেতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর ছন্দপতন ঘটল বাংলাদেশের যুবা দলের। সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে হেরে গেছে আজিজুল হাকিমের দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে যায়। মাত্র ২২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও রিজন হোসেন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রিজন আউট হন ৩৮ বলে ১৭ রান করে। তবে আজিজুল হাফসেঞ্চুরি পূর্ণ করেন, ইনিংসে ৮১ বলে ৫৯ রান করেন তিনি।

তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৫৮ রানের ব্যবধানে। শেষ দিকে একপ্রান্ত আগলে রেখে কালাম সিদ্দিকী ৬১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেও দল ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় ১৭৫ রানে।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ পেসার আল ফাহাদ উইকেট এনে দেন। তবে এরপর প্রোটিয়া ব্যাটার মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান ম্যানাক মিলে গড়েন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। বুলবুলিয়া করেন ৩৯ রান এবং ম্যানাক করেন দলের সর্বোচ্চ ৫৭ রান।

শেষ দিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪৯ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে দেন। তাকে ফিরিয়ে দেন ফাহাদ। কিন্তু ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানে অপরাজিত থেকে ৩৬.৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।

এই হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবেই এটি দেখতে চাইবে আজিজুল হাকিমের দল।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭৫/১০ (৪৪.৫ ওভারে) • আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭ • রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৭৬/৫ (৩৬.৫ ওভারে) • ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯ • ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮ ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।


    জনপ্রিয়

    সর্বশেষ