বিনোদন
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 9:10 AM
রাশিয়ার মস্কোয় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারিজ’-এ প্রদর্শিত হচ্ছে দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। উৎসবটির অফিসিয়াল কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র চার মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি।
আগামী ৬ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১০ আগস্ট পর্যন্ত।
এতে বিশ্বের ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্র অংশ নিচ্ছে মূল প্রতিযোগিতায়। উৎসব কর্তৃপক্ষ এক ইমেইল বার্তায় ‘সোল মেট’ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ২ হাজার ৪০০ চলচ্চিত্রের মধ্য থেকে এটি প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে– যা ‘সোল মেট’-এর জন্য একটি অসাধারণ অর্জন।
‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। এটিই তাঁর প্রথম নির্মাণ।