বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

চীনে প্রথমবারের মতো ফুটবল খেলল এআই রোবট

Picture of the author

24 Bangladesh

২ জুলাই, ২০২৫ | 8:57 AM

Picture of the author

চীনে প্রথমবারের মতো ফুটবল ম্যাচে অংশ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) হিউম্যানয়েড রোবট। বেইজিংয়ে আয়োজিত এই বিশেষ ম্যাচে রোবটরা মাঠে নেমেছিল নিজেদের দক্ষতা প্রমাণে। পুরো ম্যাচে শুধু মাঠটুকু বাস্তব, বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি।

বুস্টার রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এসব রোবট নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। তাদের নির্মাতারা বলছেন, খেলাধুলার মতো প্রতিযোগিতার মাধ্যমে রোবটের সক্ষমতা যাচাই করা সম্ভব। যদিও এখনো তারা মেসি কিংবা এমবাপ্পের মতো দক্ষতার ধারেকাছেও পৌঁছায়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বল মারতে গিয়ে কিংবা ভারসাম্য রাখতে গিয়ে রোবটগুলো বেশ বেগ পায়। একটি রোবট পড়ে গিয়ে আহত হয় এবং তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। 

বুস্টার রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চেং হাও জানান, ভবিষ্যতে মানুষ ও রোবট একসঙ্গে ফুটবল খেলতে পারবে। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে। তবে তিনি স্বীকার করেন, হিউম্যানয়েডদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

এই প্রতিযোগিতা ছিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক রোবট দলগুলোর মধ্যে। প্রতিটি দল নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে তাদের রোবট পরিচালনা করে। ফাইনাল ম্যাচে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ‘টিএইচইউ রোবোটিকস’ দল চায়না অ্যাগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের ‘মাউন্টেন সি’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


    জনপ্রিয়

    সর্বশেষ