স্বাস্থ্য
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 1:15 PM
ল্যাবএইড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ৫ বছর রোগী দেখতে পারবেন না তিনি।
গতকাল শনিবার (২১ জুন) বিএমডিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২২ জুন) বিএমডিসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ বছরের জন্য ওনার নিবন্ধন স্থগিত করা হয়েছে। যার ফলে আগামী ৫ বছর তিনি কোনো রোগী দেখতে পারবেন না। এছাড়াও বিভিন্ন অভিযোগে আরও ১২ চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে।