বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

ধর্ম

ওমরাহ ভিসা ফের চালু করল সৌদি আরব

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 10:57 AM

Picture of the author

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খবর খালিজ টাইমসের। মঙ্গলবার (১০ জুন) থেকে আবারও ওমরাহ ভিসা দেওয়া শুরুর ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খবর খালিজ টাইমসমঙ্গলবার (১০ জুন) থেকে আবারও ওমরাহ ভিসা দেওয়া শুরুর ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষপ্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে হজযাত্রীরা কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। হজ মৌসুমে মক্কায় প্রবেশের জন্য যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা আগামী বুধবার (১১ জুন) থেকে তুলে দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৯ এপ্রিল থেকে বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতির অংশ শুরু হয়। এরপরে মক্কার সব হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা বৈধ হজ অনুমতিপত্র কিংবা শহরে কাজ বা বসবাসের জন্য প্রবেশ অনুমতি ছাড়া কোনো অতিথিকে রাখতে পারবে না। এ ছাড়া মক্কায় প্রবেশ বা শহরে অবস্থানের ওপর বিধিনিষেধ ছিল। যেখানে যেকোনো ধরনের ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে, হজ ভিসাধারীদের জন্য এই বিধিনিষেধ প্রযোজসৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলিম পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে বিদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। আর সৌদির ভেতর থেকে হজ পালন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।








্য ছিল না।


হবে।

ের।

    জনপ্রিয়

    সর্বশেষ