বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ব্যাক কভার: সুরক্ষা না ক্ষতির কারণ?

Picture of the author

24 Bangladesh

২৫ জুন, ২০২৫ | 12:05 PM

Picture of the author

বর্তমান সময়ে স্মার্টফোন হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অনুষঙ্গ। ঘরে বাইরে, অফিস কিংবা রাস্তায়—প্রায় সবার হাতেই দেখা যায় স্মার্টফোন। এ ডিভাইসের সৌন্দর্য বাড়ানো কিংবা সুরক্ষার জন্য অধিকাংশ ব্যবহারকারী ব্যাক কভার ব্যবহার করে থাকেন। যদিও ব্যাক কভার স্মার্টফোনকে কিছুটা সুরক্ষা দেয়, তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে—যা অনেকেই উপেক্ষা করেন।

বর্তমান সময়ে স্মার্টফোন হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অনুষঙ্গ। ঘরে বাইরে, অফিস কিংবা রাস্তায়—প্রায় সবার হাতেই দেখা যায় স্মার্টফোন। এ ডিভাইসের সৌন্দর্য বাড়ানো কিংবা সুরক্ষার জন্য অধিকাংশ ব্যবহারকারী ব্যাক কভার ব্যবহার করে থাকেন। যদিও ব্যাক কভার স্মার্টফোনকে কিছুটা সুরক্ষা দেয়, তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে—যা অনেকেই উপেক্ষা করেন।


গরম হওয়ার প্রবণতা বাড়ে

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহারে ডিভাইসের তাপ নির্গমন বাধাগ্রস্ত হয়। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে ফোন। এতে ফোনের পারফরম্যান্স কমে যেতে পারে এবং হার্ডওয়্যারের ক্ষতির আশঙ্কাও থাকে। তাই ফোন অতিরিক্ত গরম হলে কভার খুলে রাখা উচিত।

ময়লা ও স্ক্র্যাচের ঝুঁকি

অনেক ব্যবহারকারী কভার খুলে ফোন পরিষ্কার করেন না। এতে ফোনের পেছনের প্যানেলে ধুলা-ময়লা জমে, যা পরে স্থায়ী দাগ বা স্ক্র্যাচ সৃষ্টি করতে পারে। সময়মতো পরিষ্কার না করলে ফোনের চেহারাই বদলে যেতে পারে।

সিগন্যাল সমস্যাও হতে পারে

ধাতব ব্যাক কভার ব্যবহার করলে মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।

তাপের কারণে ক্ষতিগ্রস্ত হয় যন্ত্রাংশ

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপ ফোনের ভেতরের যন্ত্রাংশের ওপর প্রভাব ফেলে। অনেক সময় ক্যামেরার কার্যকারিতাও কমে যায় এবং স্ক্রিনে সবুজ রেখা (Green Line) দেখা দেয়। এর পেছনের কারণও হতে পারে অতিরিক্ত গরম।

তবে কিছু সুবিধাও রয়েছে

ব্যাক কভার ফোনকে ধুলাবালি এবং হঠাৎ পড়ে যাওয়ার ধাক্কা থেকে কিছুটা সুরক্ষা দেয়। তাই ব্যাক কভার পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে হালকা ও পাতলা ধরনের কভার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে সুরক্ষা যেমন বজায় থাকে, তেমনই ক্ষতির আশঙ্কাও কমে যায়।

পরামর্শ

ব্যাক কভার ব্যবহারের আগে তার ধরণ ও উপাদান সম্পর্কে সচেতন থাকা জরুরি। ভারী বা ধাতব কভার এড়িয়ে হালকা ও তাপ নিরোধক কভার ব্যবহারে ফোনের আয়ু ও কার্যকারিতা দুটোই দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া নিয়মিত কভার খুলে ফোনটি পরিষ্কার করাও অত্যন্ত জরুরি।


    জনপ্রিয়

    সর্বশেষ