বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 8:56 AM

Picture of the author

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টার সময় রংমহল সীমান্তের ১৩৭নং মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


পুশ‌-ইন হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইশাহাক মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেলা শহরের বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর থানার কান্দার চর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনা জেলার দেবপা সরকারের স্ত্রী নাসিমা তালুকদার (২৪) (বাক প্রতিবন্ধী), ছেলে রহিম (৪) ও রোহান (৩), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে টিটু মিয়া (৪৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম।


রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানান, সকালে মেহেরপুর জেলায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ৮ জন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিগলকান্তি বিএসএফ সদস্যরা পুশ‌-ইন করে। কাথুলী বিওপির বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় রংমহল সীমান্তে মেইন পিলার ১৩৭ হতে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে পুশ-ইন হওয়া ৮ জন ব্যক্তিদের আটক করে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, সীমান্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।



    জনপ্রিয়

    সর্বশেষ