বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

আফ্রিকায় শিক্ষা বিস্তারে সম্মাননা পেলেন বাংলাদেশের মিসবাহ চৌধুরী

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 11:33 AM

Picture of the author

আফ্রিকায় শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য ‘আফ্রিকান ডে’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ চৌধুরী। তিনি গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পান। তার আরও ৮ জন এ পুরস্কারে ভূষিত হন।

আফ্রিকায় শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য ‘আফ্রিকান ডে’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ চৌধুরী। তিনি গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পান। তার আরও ৮ জন এ পুরস্কারে ভূষিত হন।

রোববার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের ৫ তারকা হোটেল হিল্টনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই অ্যাওয়ার্ডে আরও বিজয় হলেন যারা— সিয়েরা লিওনের রাষ্ট্রপতি ডা. জুলিয়াস মাদা বায়ো সিয়েরা লিওন, এডো স্টেট ডায়াস্পোরা এজেন্সির মহাপরিচালক ডা. লরেটা ওডুয়ারে ওগবোরো ওকোর, নাইজেরিয়ার লাগোস রাজ্যের নির্বাহী গভর্নর ও দায়ো ওলোমু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাবাজিদে সানও-ওলু, যুক্তরাজ্যে নিযুক্ত জাম্বিয়ার হাইকমিশনার মাচেঞ্জে মাজোকা, আফ্রিকার মালাই রাষ্ট্রের পর্যটন মন্ত্রী এইচ ই থাই গ্রিন ড্যা ন্যু কিং।

এ সময় মিসবাহ চৌধুরী বলেন, আমি মনে করি শিক্ষা প্রসারে কাজ করা আসলে কোনও চ্যারিটি নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সে জন্যই আমি বহু বছর ধরে বাংলাদেশের সিলেট অঞ্চলসহ আফ্রিকার বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারে কাজ করে আসছি। তার স্বীকৃতি স্বরূপ ‘আফ্রিকান ডে’তে তারা আমাকে এ সম্মাননা দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও কাজ করতে সহযোগিতা করবে।





    জনপ্রিয়

    সর্বশেষ