Logo
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
আজকের শিরোনাম:

খেলা

আফগান অভিজ্ঞতায় বাংলাদেশ ক্রিকেট পাল্টাতে চান বুলবুল

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 7:05 AM

Picture of the author

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো ছাড়া ক্রিকেটে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কাজ করায় অভিজ্ঞ এই ক্রিকেট প্রশাসক এবার জানালেন তার পরিকল্পনা। নিজ দেশের ক্রিকেটে কাঠিন্যভিত্তিক নির্বাচন প্রক্রিয়া ও কাঠামো চালুর ওপর জোর দিচ্ছেন তিনি।


গণমাধ্যমের সঙ্গে বুলবুল বলেন, ‘দল নির্বাচনে একটা পদ্ধতি থাকা উচিত। খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়াতেও একটা কাঠামো থাকা উচিত। সেই পদ্ধতি ও ফ্রেমওয়ার্কের মধ্যেই খেলোয়াড়দের পারফর্ম করতে হবে। ওইটা না থাকলে আমরা আমাদের লক্ষ্য হারিয়ে ফেলব।’


তিনি তার অভিজ্ঞতা থেকে জানান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডে কাজ করার সময় তিনি দেখেছেন কীভাবে তারা কঠোর মানদণ্ডের ভিত্তিতে হাই-পারফরম্যান্স ও জাতীয় দলের মধ্যে সংযোগ তৈরি করে। সেই মডেল বাংলাদেশেও প্রযোজ্য বলে মনে করছেন তিনি।

বুলবুল জানাচ্ছিলেন, ‘কীভাবে ইমার্জিং ও হাই-পারফরম্যান্স দল গঠন করা হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে জাতীয় দলে যাওয়া হবে, সেগুলো অত্যন্ত কঠোরভাবে নির্ধারণ করা উচিত। স্বচ্ছ এবং কঠিন একটি পদ্ধতি না থাকলে খেলোয়াড় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, উন্নয়ন থেমে যাবে।’


শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট নিয়েও রয়েছে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ‘জাতীয় দলের সূচির সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেমওয়ার্ক করতে হবে। যেমন যদি আমাদের দল টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে যায়, তাহলে তার আগে ঘরোয়া ক্রিকেটেও সেই ফরম্যাটে খেলা উচিত।’


বুলবুলের বক্তব্য থেকে স্পষ্ট, কেবল নামমাত্র প্রশাসন নয়, বরং ক্রিকেট পরিচালনার একটি কাঠামোগত, যুক্তিসম্মত এবং ভবিষ্যতমুখী রূপ দিতে চান তিনি





    জনপ্রিয়

    সর্বশেষ