বিনোদন
24 Bangladesh
২৪ জুন, ২০২৫ | 12:05 PM
‘আমার মা শুধু আমার মা নন, তিনিই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে আপন মুখ।’
ঠিক এমন এক মমতাময় অনুভব থেকেই অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুক পেজে দিয়েছেন এক আবেগঘন আহ্বান। ‘ফ্রেমবন্দি Dear মা মুহূর্ত’—এই শিরোনামে একটি ভিন্নধর্মী ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
জয়া আহসানের আহ্বান, আপনার মা বা যার সঙ্গে আপনার মাতৃত্বের মতো সম্পর্ক, তার সঙ্গে সবচেয়ে প্রিয় মুহূর্তের ছবি বা ভিডিও পাঠান। সেটা হতে পারে—
মায়ের সঙ্গে একটি কোলাজ,
ছোটবেলার কোনো দুষ্টু মুহূর্ত,
কিংবা এমন এক মুহূর্ত যা শুধুই ‘মা’কে মনে করায়।
ছবি বা ভিডিও পাঠাতে হবে ইমেইলে: abp@abp.in
অথবা হোয়াটসঅ্যাপে: ৮৯৮১০০৯০৫৪
শেষ সময়: ৩০ জুন, ২০২৫।
এই ডিজিটাল যুগে আমরা মাকে ফোন দিই কম, আর স্টোরিতে ‘আই লাভ ইউ মা’ পোস্ট দিই বেশি। জয়া আহসানের এই উদ্যোগের উদ্যেশ্য হচ্ছে – প্রতিটি মায়ের সঙ্গে আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই আসল রত্ন, যা সংরক্ষণের দাবি রাখে। এই ক্যাম্পেইন শুধু ছবি পাঠানো নয়, মায়ের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।