বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

‘সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে’

Picture of the author

24 Bangladesh

১২ জুলাই, ২০২৫ | 10:15 AM

Picture of the author

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় গতকাল লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।


বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১ এর দেশের স্বাধীনতা সংগ্রাম ও ২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি এদেশের সূর্যসন্তানরা। মানুষে মানুষে ঘৃনা,বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে।

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্র আসক এর বরাত দিয়ে গণমাধ্যমের সংবাদে প্রকাশ, ২০২৪ সালের আগষ্ট থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ১০ মাসে মব ভায়োলেন্সে সারাদেশে হত্যা করা হয়েছে ১৭৪ জনকে। প্রাপ্ততথ্যে জানা যায়, ঢাকা বিভাগে ৮০, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১৬, রংপুর বিভাগে ৭, সিলেট বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ২৯, বরিশাল বিভাগে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নির্মম হত্যার শিকার হয়েছেন। মব ভায়োলেন্সে হত্যার তথ্যে ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে।


জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয়সহ বিভিন্ন মন্ত্রনালয়ের উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া হুশিয়ারীতেও কমছেনা ভয়ার্ত ও ঘৃণ্য মব ভায়োলেন্স। সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মব ভায়োলেন্স সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওয়তায় এনে দেশে নিরাপদ পরিস্থিতি সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।



    জনপ্রিয়

    সর্বশেষ