অর্থনীতি
24 Bangladesh
১২ আগস্ট, ২০২৫ | 12:58 PM
চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে ৫.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে প্রত্যাশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, এ অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি ৩.৯ থেকে ৫.৭ শতাংশ অর্জিত হবে। এর কম হবে না।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মূল্যস্ফীতি গত বছরের জুলাইয়ে ছিল ১৪ শতাংশ। তা কমে চলতি বছরের জুলাইয়ে ৮.১৬ শতাংশ হয়েছে।