বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে: মির্জা ফখরুল

Picture of the author

24 Bangladesh

১ জুলাই, ২০২৫ | 2:04 PM

Picture of the author

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে দাবি করে, কিন্তু বিএনপি সংস্কার চায় না এমন কথা বলে, সুচতুরভাবে প্রপাগান্ডা ছাড়ানো হচ্ছে।


মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির এখন সুযোগ এসেছে। ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ নয়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করবে না বিএনপি।


নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় জানিয়ে দলটির মহাসচিব বলেন, শহীদদের মায়ের অশ্রু কখনো বৃথা হতে পারে না।


অনুষ্ঠানে নিজের বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে সবার আগে বাংলাদেশ। আগামীর অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে সবাই এক থাকতে হবে।




    জনপ্রিয়

    সর্বশেষ