বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

এক ম্যাচ জিতলেই ফাইনালে রংপুর

Picture of the author

24 Bangladesh

১৪ জুলাই, ২০২৫ | 5:01 AM

Picture of the author

শেষ ১২ বলে মাত্র ২২ রানের লক্ষ্য-টি-টোয়েন্টি ক্রিকেটে খুব কঠিন কিছু নয়। তবে রংপুরের দুর্দান্ত বোলিং পরিকল্পনার সামনে সেই সহজ হিসেবই মিলাতে পারেনি বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। এক রানের নাটকীয় জয় তুলে নিয়ে গ্লোবাল সুপার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে নুরুল হাসান সোহানের রংপুর দল।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুটা ভালো হয়নি, চতুর্থ ওভারেই ৫ রানে সৌম্য সরকার ফিরে গেলে চাপে পড়ে দল। আফগান ওপেনার ইব্রাহিম জাদরান কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৩১ বলে ৪৩ রানে থামেন তিনি। মিডল অর্ডারে ইয়াসির আলী, সোহান, ওমরজাই ও ইফতিখাররা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কাইল মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ৩৪ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৬৭ রানে দলের স্কোর পৌঁছে দেন ১৫১-তে। হোবার্টের হয়ে উসামা মীর ৩টি ও ফ্যাবিয়েন অ্যালেন ২টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট। ইনিংসের প্রথম ওভারে মায়ার্সের বলে উইকেট হারায় দলটি। এরপর ম্যাকডারমট ও ম্যাক রাইটের দৃঢ় জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। কিন্তু ঠিক সময়েই আঘাত হানেন খালেদ আহমেদ, ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। এই পেসার পুরো ম্যাচে ছিলেন দুর্দান্ত-শিকার করেন ৪টি উইকেট, টানা দ্বিতীয় ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছেন রংপুরের নির্ভরতার প্রতীক।

শেষ ১২ বলে যখন ২২ রান দরকার, তখনই পাল্টে যায় ম্যাচের গতি। ১৯তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলে ছক্কা মারেন মোহাম্মদ নবি। পরের বলেই সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ছেড়ে দেন তিনি। এরপর খালেদ টানা দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন রংপুরকে। ৯ রানে ২ উইকেট নিয়ে ওভারটি শেষ করেন খালেদ। ম্যাচ সেরা তিনিই!


শেষ ওভারে ১৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই। স্বদেশি নবি প্রথম তিন বলে ৮ রান তুললেও চতুর্থ বলেই তার উইকেট তুলে নিয়ে চাপ ফেরত আনেন ওমরজাই। শেষ দুই বলে হোবার্টের দরকার ছিল ৪ রান, কিন্তু উসামা মীর ও বিলি স্টেইনলেক তা করতে ব্যর্থ হন।

রংপুর টানা দ্বিতীয় জয় তুলে নিল। নুরুল হাসান সোহানের দল টানা সাফল্য নিয়ে ফাইনালে পৌঁছানোর দৌড়ে এগিয়ে গেলো। পরের ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তাদের ফাইনালের টিকিট!



    জনপ্রিয়

    সর্বশেষ