মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 3:40 PM

Picture of the author

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের মেয়েরা মাঠে নামে একমাত্র লক্ষ্য নিয়ে, কমপক্ষে একটি ড্র। কিন্তু তারা শুধু সেই লক্ষ্যেই থেমে থাকেনি। বরং রাজকীয়ভাবে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে লাল-সবুজের দল।

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পিটার বাটলারের দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ছিল ১৫ পয়েন্টে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট ১২। ফলে শিরোপার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র। কিন্তু তারা তা নয়, বরং প্রতিপক্ষকে চূর্ণ করে চার গোলের ব্যবধানে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রতিষ্ঠিত করল।

ম্যাচ শুরুর আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। দেশের এই শোকাবহ মুহূর্তেও মনোবল হারায়নি বাংলাদেশ দল। মাঠে নেমে দেশের জন্য এনে দিয়েছে আনন্দের মুহূর্ত।

তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা ফরোয়ার্ড মোসাম্মত সাগরিকা দলের হয়ে প্রথম গোল করেন ম্যাচের ৮ মিনিটে। মিডফিল্ড থেকে দারুণ একটি থ্রু বল পেয়ে নেপালের রক্ষণচৌকি ভেঙে এগিয়ে যান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এটি ছিল তার পঞ্চম গোল।

১৫ মিনিটে নেপালের গোলের একটি সম্ভাবনা তৈরি হলেও সাইডবারে লেগে বল ফিরে আসে। ফিরতি বলও কাজে লাগাতে ব্যর্থ হয় প্রতিপক্ষ। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে ১৯ মিনিটে মুনকি আক্তারের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার আনিশা রায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে বাংলাদেশের লিডে।

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বাংলাদেশ। দলের আক্রমণভাগ ছিল নিখুঁত, রক্ষণভাগ ছিল অপরাজেয়। গোলরক্ষক মিলি আক্তারও রাখেনগত বছর ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। নাটকীয় সেই ফাইনাল ম্যাচ শেষে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হলেও পরে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরে ভারতের অনুপস্থিতিতে বাংলাদেশ দেখিয়েছে একক আধিপত্য। ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে টানা জয় তুলে নিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে তারা।

গুরুত্বপূর্ণ অবদান।

    জনপ্রিয়

    সর্বশেষ