ধর্ম
24 Bangladesh
২৪ জুন, ২০২৫ | 11:53 AM
মুসলমানদের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ জায়গা মক্কা-মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিয়ট ও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ ব্যবহার করছে। থাড-এর পুরো নাম ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ (টিএইচএএডি)। এই প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভূমিকা রাখশুধু মক্কা-মদিনা নয় সৌদি আরব দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোকেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে, যেন যেকোনো ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।
সৌদি বার্তা সংস্থা এসপিএর বরাতে ইসলামিক ইনফরমেশন জানায়, ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার লক্ষ্য হয়ে আসছে সৌদি আরব। এই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের রেথিয়ন কোম্পানি নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আকাশসীমা রক্ষার একটি মূলস্তম্ভে পরিণত হয়েছে।
এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো সারাবছর কার্যকরভাবে চালু থাকে। শুধু হজ মৌসুমে নয়, বরং বছরের প্রতিটি দিনই মক্কা, মদিনা ও রিয়াদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের আকাশপথ রক্ষায় নিয়োজিত।