Logo
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

পঞ্চগড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 9:16 AM

Picture of the author

পঞ্চগড়ের সদর উপজেলার কমলাপুর বাজারে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানবন্ধন করেছে। শনিবার দুপুরে ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারের রাস্তার দুইধারে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 


এসময় বক্তব্য রাখেন, বিএনপির নেতা টয়েল প্রধান, গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক মাহফুজার রহমান, আমিনুর রহমান,কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীরা।


বক্তারা বলেন, কমলাপুর থেকে লাঙ্গলগাও পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার বর্তমানে বেহাল দশা। এই রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তার পাশে স্কুল, মাদ্রাসা,মাতৃসদন হাসপাতাল রয়েছে। বর্ষার সময় রাস্তায় হাঁটু পানি জমে থাকে। ভাঙ্গাচোরা এবং পুরোনো ইটের খোয়া বেরিয়ে পড়ায় চলাচল করা যায় না। রাস্তায় গর্ত সৃষ্টি হওয়ার কারণে প্রায়ই সময়ই দুর্ঘটনা ঘটে। বক্তারা অতিদ্রুত এই রাস্তার সংস্কারের দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।  

    জনপ্রিয়

    সর্বশেষ