Logo
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Picture of the author

24 Bangladesh

২৯ জুলাই, ২০২৫ | 9:43 AM

Picture of the author

শেরপুরে ২৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, সদরের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ হাসান বাদল প্রমুখ।


সদর উপজেলা শিক্ষা অফিস জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ দুপুরে ২০২৩ ও ২৪ সালে এইচএসসি পাশকৃত ২৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। 


সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


    জনপ্রিয়

    সর্বশেষ