মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

মুরগি ও মসলার পাশাপাশি দাম বেড়েছে সবজির

Picture of the author

24 Bangladesh

১৮ জুলাই, ২০২৫ | 7:09 AM

Picture of the author

রাজধানীর বাজারে শাক-সবজি ও মুরগির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমায় এসব নিত্যপণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে জিরা, এলাচসহ কয়েকটি মসলার দামও কিছুটা বেড়েছে।


এতে মাংস খেতে ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হবেকাঁচা মরিচের বাজারে উত্তাপ কিছুটা কমেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়ে পণ্যটির দাম কিছুটা কমে এসেছে। এর পরও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। এটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত রযগতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, দাম প্রায় দ্বিগুণ বেড়ে হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে শসা ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। হঠাৎ সরবরাহ সংকটে কাঁচা মরিচের দাম একলাফে প্রতি কেজি ৪০০ টাকায় উঠেছিল। সরকার ভারত থেকে আমদানি শুরু করায় কাঁচা মরিচের উত্তাপ কিছুটা কমেছে। এখন প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।


বেগুন মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, টমেটো মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, ঢেঁড়স ও পটোল ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, লম্বা লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকখুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার সবজিক্ষেত ডুবে গেছে। এ জন্য বাজারে সবজির সরবরাহ কিছুটা কমায় দাম বেড়েছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, ‘টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজি কম আসছে, এতে দাম কিছুটা বেড়ে গেছে। তবে কয়েক দিন আগের তুলনায় কাঁচা মরিচের দাম কমেছে। কিছুদিন আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৬০ টাকা।’

বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে বাজারে মুরগির সরবরাহও কিছুটা কম। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম, প্রতি ডজন ১২০ থেকে ১৩০ টাকা।

মুরগি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে খামারি পর্যায় থেকে ঠিকমতো বাজারে মুরগি আনা যাচ্ছে না। বৃষ্টির মধ্যেই অল্প মুরগি আনা হলেও বাড়তি গাড়িভাড়া দিতে হচ্ছে। এতে দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, কয়েকটি মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে। ভালো মানের এলাচ প্রতি কেজি ছয় হাজার ৫০০ টাকায় উঠেছে। কিছুটা বেড়েছে জিরার দামও, প্রতি কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন ১৮০ থেকে ২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটা দানা) ১১০ থেকে ১২০ টাকা।


    জনপ্রিয়

    সর্বশেষ