বুধবার, ৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 23, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি ফ্রান্স-যুক্তরাজ্যসহ ২৫ দেশের

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 6:03 AM

Picture of the author

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ দুই ডজনেরও বেশি দেশ। দেশগুলোর দাবি, গাজার দুর্ভোগ ‘নতুন মাত্রায় পৌঁছেছে’। ইসরায়েলের মিত্র দেশগুলোর পক্ষ থেকে এমন মন্তব্য দেশটিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে তোলার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। খবর আল জাজিরার।


২১ মাসেরও বেশি সময় ধরে গাজায় সংঘাত চলছে। কিন্তু বর্তমানে গাজার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। অবরুদ্ধ এই উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে।


ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও ২১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতিতে বলেছে যে, গাজার যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত।


ওই বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। স্বাক্ষরকারীরা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দীদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।


শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানানো হয়েছে। গাজায় ত্রাণ নিতে যাওয়া লোকজনকেও গুলি করে হত্যা করা হচ্ছে। মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে প্রায় ৮৭৫ জন।


ইউরোপীয় দেশগুলোও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নতুন এক যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়।



    জনপ্রিয়

    সর্বশেষ