বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

এক্সক্লুসিভ

শেখ হাসিনার একান্ত সচিব লিকুর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 11:00 AM

Picture of the author

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের জমি জব্দ ও ২ টি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এ আবেদন করেছিলেন।

জব্দের আদেশ পাওয়া জমির মধ্যে রয়েছে, গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি, ১০ শতাংশ নাল শ্রেণীর জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এছাড়া স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই হিসাবে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, গাজী হাফিজুর রহমান লিকু দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন সম্পদসমূহ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এর ফলে বিচার প্রক্রিয়া চলাকালে এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

    জনপ্রিয়

    সর্বশেষ