তথ্যপ্রযুক্তি
24 Bangladesh
১৫ জুলাই, ২০২৫ | 9:10 AM
ভারতীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি জিও প্লাটফর্মস লিমিটেড নতুন টিভি উদ্ভাবন করেছে যা কম্পিউটারের মতো কাজ করবে। সংস্থাটি এই টিভির নাম দিয়েছে ‘জিও পিসি’। এটি একটি নতুন এআই-চালিত পরিষেবা। সেট-টপ বক্সের মাধ্যমে টিভিকেই করে তোলা যাবে কম্পিউটার।
জানা গেছে, জিও ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যেই এই সুবিধা পাবেন। যাদের জিও সংযোগ নেই, তারা চাইলে সাড়ে পাঁচ হাজার রুপির বিনিময়ে এটি কিনতে পারবেন। বর্তমানে এটি ট্রায়াল মোডে রয়েছে এবং ওয়েটিং লিস্ট অনুযায়ী ধাপে ধাপে পরিষেবা দেয়া শুরু করবে জিও।
একবার ইনভাইট পেলেই, কেবল একটি কি–বোর্ড ও মাউস সংযোগ করলেই টিভি স্ক্রিনে চালু হয়ে যাবে ভার্চুয়াল ডেস্কটপ। যদিও প্রাথমিক পর্যায়ে থাকায় এই ভার্সনে ক্যামেরা ও প্রিন্টার সংযোগের সুবিধা থাকছে না।
জিও-র ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, আগে থেকে ইনস্টল করে রাখা ওপেন সোর্স লিব্রা অফিস দিয়েই কাজ চালাতে হবে। তবে ব্রাউজারের সাহায্যে মাইক্রোসফট অফিস অ্যাপের অ্যাক্সেসও মিলবে।