খেলা
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 10:01 AM
শ্রীলংকায় মাসব্যাপী সফরে প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতায় পাওয়াটাও বেশ। গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ, ওয়ানডেতে একটি ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে লিটন দাসের দল গড়েছে ইতিহাস। সেই সুখস্মৃতি নিয়েই বৃহস্পতিবার দেশে ফিরেছেন টাইগাররা।
এদিন সকালের এক ফ্লাইটে চড়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও ফিরেছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিসিবি।
লিটন-তানজিদের অবশ্য ছুটি কাটানোর ফুরসত নেই। ২০ তারিখ থেকেই শুরু হবে পাকিস্তান সিরিজ। এই সিরিজ সামনে রেখে শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশে দল। প্রতিপক্ষ পাকিস্তান দল ইতোমধ্যে এসে পৌঁছেছে।
সফরে সালমান আলী আগার দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ তারিখের পর ২২ ও ২৪ জুলাই হবে পরের দুটি ম্যাচ। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় থেকে।