বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

‘গত অর্থ-বছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায়’

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 9:54 AM

Picture of the author

গত অর্থ-বছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থ-বছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। রাজস্ব আদায় হবে না এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিকভাবেই কাজ করছে। এনবিআরের সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।

  

এনবিআর কর্মচারীরা নিয়ম মেনে কাজ করলে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি আরও বলেন, তবে অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের আলাদা চোখে দেখা হবে।

 

কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে জানিয়ে চেয়ারম্যান বলেন, এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।

 

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ-বছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।


    জনপ্রিয়

    সর্বশেষ