প্রবাস
24 Bangladesh
২৪ জুলাই, ২০২৫ | 10:08 AM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সৌদি আরবের মাহিল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাকিবুর রহমান (২৫)। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মহুরীপাড়া এলাকায়।
সাকিবুরের বড় ভাই সাঈদুর রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিবুর চলতি বছরের ৬ জুন সৌদি আরবে যান। সেখানে তিনি গাড়ি চালানো শিখছিলেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে গাড়ি চালানো শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের আরেক স্বজনও আহত হয়েছেন।